খবরের কাগজে সুপারি কিলারের কথা প্রায়ই শোনা যায়। যারা নিজের হাতে খুন করতে পারে না বা চায় না, তারা টাকা দিয়ে সুপারি কিলার নিয়োগ করে থাকে খুনটা করানোর জন্য। এই ধরনের খুনের চক্রান্তের কাহিনি, খুনের বর্ণনা, পরিণতি – এসব পড়ে আমরা শিউরে উঠি। যারা খুন করছে তাদের থেকেও যারা করাচ্ছে তাদের যে আরও কড়া শাস্তি হওয়া উচিত ইত্যাদি বিচার করে চায়ের আড্ডায় আমরা সমালোচনার ঝড় বইয়ে দিই।
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি – যে আমরা নিজেরাই সুপারি কিলার নিয়োগ করে থাকি নিয়মিত। আমরা যখন মাংস খাই, আমরা কি বাজার থেকে গোটা মুরগি বা ছাগল কিনে এনে নিজের হাতে হত্যা করি? না। আমরা সেটা পারব না বলে, বাজারের লোকটাকেই বলি আমাদের হয়ে জঘন্য হত্যালীলাটা সম্পূর্ণ করতে। তার সুপারির দামটা মাংসের দামের মধ্যেই ধরা থাকে। এবং এই খুন করানোর পর আমরা তৃপ্তির ঢেকুর তুলে বুক ফুলিয়ে সভ্য মানুষ সেজে সমাজে বাস করি। ধন্য আমাদের বিচার-বুদ্ধি এবং আমাদের বিচার-ব্যবস্থা।